আগুনমুখা পথঘাট ভালো না, মিলু চলে যাক। রাত্রি ঘনিষ্ঠ হলে জমাট বাঁধে গাঢ় অন্ধকার। পথের ভেতরে পথ, পথের ওপারে পথ। একটা ল্যাম্পপোস্ট পাবে পথে। আগুনমুখা ছেলেটা যদিও। খানিকটা জ্বালানী ওর হাতে দাও ঝিমলি। মানুষ বড় অদ্ভুত। কাজে লাগলেও লাগতে পারে। ছবিঃ রাজীব দত্ত লেখাটি শেয়ার করুন
0 comments: