একঝাঁক মুগ্ধতা জমে জমে
এক বিরাট কৃষ্ণচূড়া জন্ম নিয়েছিলো;
তুমি কি আমার আত্মকে ছুঁয়ে দেখেছিলে?
সেই কৃষ্ণচূড়া ─ কী আশ্চর্য
এখনো দাঁড়িয়ে আছে অকপটে;
শুনতে পেরেছিলে কখনো মৃত্যুর ডাক?
হৃৎপিণ্ড থেকে বিকিরিত হয়
মুগ্ধরঙিন আলো;
তোমার লালজামার রঙ কি রক্তের প্রতিনিধিত্ব করে?
ধরলার মতো উদভ্রান্ত মেঘ
ছটফট করে আজগুবি;
জমাট মেঘে নানান প্রতিচ্ছবি কি তোমার কাছে বাস্তব মনে হয়?
পাঁজরে পাঁজরে শুধু রক্তের দোলা
আমি তারে না বুঝেই করেছি রচনা;
তুমি কি আমায় ভালোবাসো?
এক বিরাট কৃষ্ণচূড়া জন্ম নিয়েছিলো;
তুমি কি আমার আত্মকে ছুঁয়ে দেখেছিলে?
সেই কৃষ্ণচূড়া ─ কী আশ্চর্য
এখনো দাঁড়িয়ে আছে অকপটে;
শুনতে পেরেছিলে কখনো মৃত্যুর ডাক?
হৃৎপিণ্ড থেকে বিকিরিত হয়
মুগ্ধরঙিন আলো;
তোমার লালজামার রঙ কি রক্তের প্রতিনিধিত্ব করে?
ধরলার মতো উদভ্রান্ত মেঘ
ছটফট করে আজগুবি;
জমাট মেঘে নানান প্রতিচ্ছবি কি তোমার কাছে বাস্তব মনে হয়?
পাঁজরে পাঁজরে শুধু রক্তের দোলা
আমি তারে না বুঝেই করেছি রচনা;
তুমি কি আমায় ভালোবাসো?
0 comments: