গম্ভীর হতে পারে নতুন কথাগুলো
নইলে জীবনের বেগে চলন্ত;
মৃণ, স্টপ! দেখছো দুরের আলো?
চোখের সীমাহীন দূরান্তে ঘন ঝোপঝাড়
প্রতিটি সীমানা ─ কাঁটাতার জীবন্ত;
নদীকুলে হবো ম্লান! কতো পথ বাকী আর?
হরিয়ানা বুঝি কাগজে মোড়ানো ঢেউ
বোঝার ক্ষমতা ধুলোয় মিশেছে;
মৃণ, স্টপ! এভাবে তাকায় কেউ?
জলের উপরে বুদবুদ যেন জীবনের ফেনা
কেঁপে কেঁপে জল গড়িয়ে চলেছে;
এ তো আদিম প্রাণীজ গান! কেন নবতর আনাগোণা?
নইলে জীবনের বেগে চলন্ত;
মৃণ, স্টপ! দেখছো দুরের আলো?
চোখের সীমাহীন দূরান্তে ঘন ঝোপঝাড়
প্রতিটি সীমানা ─ কাঁটাতার জীবন্ত;
নদীকুলে হবো ম্লান! কতো পথ বাকী আর?
হরিয়ানা বুঝি কাগজে মোড়ানো ঢেউ
বোঝার ক্ষমতা ধুলোয় মিশেছে;
মৃণ, স্টপ! এভাবে তাকায় কেউ?
জলের উপরে বুদবুদ যেন জীবনের ফেনা
কেঁপে কেঁপে জল গড়িয়ে চলেছে;
এ তো আদিম প্রাণীজ গান! কেন নবতর আনাগোণা?
0 comments: