প্রথম অঙ্ক
কবিতা-টবিতা না লিখে সিনেমার নায়ক হতে পারেন। নাম কামাতে পারবেন; সাথে আরো অনেক কিছু অর্জিত হবে, বাড়তি কিছু।
দ্বিতীয় অঙ্ক
যে সোসাইটিতে সিনেমানায়কের মূল্য আছে, বুদ্ধিজীবীর নাই তার ভবিষ্যত হাজামজাডোবা পুকুরের মতো!
তৃতীয় অঙ্ক
কবিতা যেদিন থেকে যাপন করতে শুরু করলেন প্রকৃতপ্রস্তাবে সেদিন থেকেই আপনি গৃহত্যাগী সন্ন্যাসীর মতো যাত্রা শুরু করলেন।
0 comments: