এই দীর্ঘ আলিঙ্গনের রাত
কাটুক নিশ্চিন্তে
প্রেমিকার বুকে মাথা রেখে লোকে ঘুমাক নিশ্চিন্তে;
প্রেমিকা খুঁজে নিক প্রকৃত হৃদয়বান
এই মধ্যবিত্ত প্রেমের রাত্রি কাটুক শান্তিতে।
আকাশে মধ্যবিত্ত চাঁদ
উঁকি দিয়ে চলে যাক।
কাটুক নিশ্চিন্তে
প্রেমিকার বুকে মাথা রেখে লোকে ঘুমাক নিশ্চিন্তে;
প্রেমিকা খুঁজে নিক প্রকৃত হৃদয়বান
এই মধ্যবিত্ত প্রেমের রাত্রি কাটুক শান্তিতে।
আকাশে মধ্যবিত্ত চাঁদ
উঁকি দিয়ে চলে যাক।
0 comments: