কঃ বর্তমান বাঙলাদেশের কবিদের কবিতা নিয়ে আমি হতাশ। কী হচ্ছে বলুন? কিছছু না। কী লিখছে সব ছাইপাশ, মিনিংলেস!
খঃ আপনি আরণ্যক টিটোর কবিতা পড়েছেন?
কঃ না তো!
খঃ আপনি ফিরোজ এহতেশামের কবিতা পড়েছেন?
কঃ না তো!
খঃ আপনি মিটন আলমের কবিতা পড়েছেন?
কঃ না।
খঃ আপনি আহমেদ মওদুদের কবিতা পড়েছেন?
কঃ না।
খঃ আপনি অনুপ চণ্ডালের কবিতা পড়েছেন?
কঃ না।
খঃ আপনি শাহ মাইদুল ইসলামের কবিতা পড়েছেন?
কঃ না।
খঃ আপনি সুদীপ্ত সাঈদ খানের কবিতা পড়েছেন?
কঃ না।
খঃ আপনি নাভিল মানদারের কবিতা পড়েছেন?
কঃ না রে ভাই। এগুলো একটাও পড়ি নাই।
খঃ এই সময়ের প্রকৃত কবিগণের কবিতাই পড়েন নি, আর এই কয়টা নামই তো সব না, আরও নাম আছে, তাহলে পড়েছেনটা কার কবিতা? বুর্জোয়া প্রচারমাধ্যম যে ভাঁড়দের কবি বলে প্রচার করে তাদের অকবিতা পড়েছেন?
কঃ আরে ঐগুলাই তো পড়ি। শুক্রবারের ফাউ সাহিত্য..
খঃ তাইলে আপনার হতাশ হওয়া যৌক্তিক। আপনে ঐ ফাউ সাহিত্যপাতার উপ্রে মুড়ি মাখায়া মুড়ি খান..
0 comments: