যতোটা অক্ষত ছিলো দুঃখবিহীন, ধরাছোঁয়ার বাহিরে তারা প্রাণান্ত উল্লম্ফনে মেতে উঠলো হঠাৎই। সদ্য গজানো ভোর তার জানতে পেলো না এতোটুকু! বোমারু রোবটের হাতে শব্দের ঝুলি, ক্রমিক সংখ্যার মতো নিক্ষেপ করছে তীব্র অপরিকল্পিত শব্দের ফোঁটা, ফলতঃ পাখিরা হচ্ছে মানুষের মতো - চিৎপটাঙ।
অস্থিরতার মতো ভয়াবহ পৃষ্ঠাগুলো অকপটে সঙ্গী হচ্ছে মানুষের।
অতি দূর ভ্রমের মতো আবছা হলে দূরবর্তী দৃশ্যের ছায়া, আমি তবে কীভাবে তোমাকে ছোঁব?
0 comments: