সংশোধনী কলম কেনার পর থেকে বানান ভীষণ ভুল হচ্ছে ৷ আগে অনেক দ্রুতগতিতে লিখলেও সচরাচর বানান ভুল হতো না; ইদানীং হচ্ছে! মানুষ লিখতে চেয়ে গিরগিটি লিখে ফেলছি, উদ্ভট কথাবার্তা লিখতে চেয়ে কবিতা লিখে ফেলছি!
আমার যে কী হলো তাথৈ, কবি পরিচয় দিতে লজ্জিত হই!
আমার যে কী হলো তাথৈ, কবি পরিচয় দিতে লজ্জিত হই!
৯ এপ্রিল ২০১৫
0 comments: