কুড়িগ্রাম কবিতাটি প্রসঙ্গে দু'কথা ২৯ জুন ২০১৫ তিরিশ মে দুই হাজার পনেরোয় একটা কবিতা লিখেছিলামঃ কুড়িগ্রাম ৷ মাত্র আট লাইনের কবিতা ৷ কাজ করা প্রায় শেষ; আজই চূড়ান্ত কাজ শেষ হবে ৷ কুড়িগ্রাম নিয়ে এটাই আমার লেখা প্রথম কবিতা ৷ শহর–বন্দর/স্থান বিষয়ক কবিতা হিসেবেও এটি প্রথম ৷ লেখাটি শেয়ার করুন
0 comments: