স্ব–রচিত অ–কবিতার নমুনা বৃক্ষের সংগীত বৃক্ষেরও আছে ঘুমপাড়ানী গান ৷ ঘুমের আগে তা শিশুবৃক্ষরা শোনে ৷ শুনতে শুনতে খায়, ঘুমায়! ওরাই রচনা করেছে আদিম সংগীত; পাখিদের মতো ৷ হয়তো পকেট হাতরে পাওয়া যাবে বাঁশী বাজানোর স্মৃতি ৷ মায়ের কবরে দাঁড়িয়ে ওরাও গাইতে পারে বেদনাসংগীত ৷ লেখাটি শেয়ার করুন
0 comments: