কবি ফরহাদ মজহার এবং কবি সৈয়দ শামসুল হকের প্রতি আমি শুধু তাদের কবিতা থেকেই দুটো ক'রে পঙতি উদ্ধৃত করতে চাই ৷ তাদের বর্তমান অধঃপতনের প্রতাবাদ জানাতে মনে করি এটুকুই যথেষ্ট ৷
সৈয়দ শামসুল হক :
ফরহাদ মজহার :
সৈয়দ শামসুল হক :
প্রতারণার পায়ের চাপে পিষে যায় সত্যের সবুজ সব শস্য,
বিষ্ঠা আর কেরোসিন গিলে খায় নদীর স্বচ্ছতা ।
ফরহাদ মজহার :
তোমার হৃদয় থেকে তুমি খসে পড়ো ভিন্ন ভিন্ন ভাবে, ভিন্ন ভিন্ন দিনে
আমার জানা ছিলনা, আমার জানা ছিলনা, আমার জানা ছিলনা ।
0 comments: