হামিংবার্ড চোখের ভেতরে একটা হামিংবার্ড নিয়ে বসে আছি; চমকে দিওনা তাথৈ উড়ে যাবে ৷ উড়ে যাবে তারা, স্বপ্নেরা সারি সারি ডানা ঘুমের ভেতরে বয়ে চলা নদী হাতের তালুতে বয়ে যাবে ঢোরা সাপ, রক্তের ধারা । লেখাটি শেয়ার করুন
0 comments: