একজন ব্যক্তি যেমন সকল বিষয়ে জ্ঞানী হতে পারেন না, তেমনি সকল বিষয়ে জ্ঞানহীনও হতে পারেন না ৷ প্রত্যেকেরই কোনো না কোনো বিষয়ে জ্ঞান আছে ৷ যে বিষয়ে যার জানাশোনা নাই, তার সাথে সেই বিষয়ে কথাবার্তা বলাটা এই উগ্র জাতীয়তাবাদী-অধিক জনতার দেশে আপনার প্রাণনাশের কারণও হতে পারে ৷ অতএব সাবধান!
আমি যখন স্পষ্ট বুঝতে পারি, এ একটা ছাগল, আমাকে উস্কে দিয়ে ফায়দা নিতে চাইছে; তখন হাসিমুখে তাকিয়ে থাকি আর ভাবি, এরা এখনো এতো পিছিয়ে চিন্তা করছে! বাতিল চিন্তাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে!
0 comments: