পূর্ব অভ্যাসবশত তারা কেঁদে চলে অবিরাম
আর আমি কেবল তাকিয়েই থাকি মূর্খের মতো•••
ক্রন্দনে অভ্যস্তরা ক্রমাগত কেঁদে চলে
প্রার্থনায় বসে ৷
আমার অভ্যাস নেই
তাই পারি না ৷
ইস্, আমারো যদি অভ্যাস থাকতো!
আর আমি কেবল তাকিয়েই থাকি মূর্খের মতো•••
ক্রন্দনে অভ্যস্তরা ক্রমাগত কেঁদে চলে
প্রার্থনায় বসে ৷
আমার অভ্যাস নেই
তাই পারি না ৷
ইস্, আমারো যদি অভ্যাস থাকতো!
0 comments: