অনুকরণযোগ্য মনে হয়নি কাউকেই, আধুনিক
মানবিক গভীরতা বাড়ে নাই যদিও
আমি আর নদী তবু হাত ধরাধরি করে
শব্দের আনাগোনা দেখি
চারপাশে মৃতের আর্তনাদ
আর কে রোড ধরে।
যতোবার বুঝতে চাই — আক্রান্ত মুদ্রা
ছুটে ছুটে যায়–আসে;
আর কে রোড ধরে মনে হয়
বুমেরাঙ
মানবিক গভীরতা বাড়ে নাই যদিও
আমি আর নদী তবু হাত ধরাধরি করে
শব্দের আনাগোনা দেখি
চারপাশে মৃতের আর্তনাদ
আর কে রোড ধরে।
যতোবার বুঝতে চাই — আক্রান্ত মুদ্রা
ছুটে ছুটে যায়–আসে;
আর কে রোড ধরে মনে হয়
বুমেরাঙ
0 comments: