[ ভূমিকা: দীর্ঘদিন থেকেই আমার বিরুদ্ধে গণমানুষের পক্ষের লোক বলে নিজেদের কল্পনাকারী কিছু বড় ভাই (এদের মধ্যে কেউ কেউ বামপন্থীও) এই বলে বক্তব্য দিচ্ছেন (ব্যক্তিগত জীবনে কেউ কেউ ঝামেলাও পাকাচ্ছেন নানাভাবে অপমান/হেনস্তা করে) যে, আমি গণমানুষের কবিতা লিখিনা!
কিন্তু ভাইলোগ, হতাশ হবেন না; তাদের এই বক্তব্যকে ভুল প্রমান করার লক্ষ্যে এবং তাদের সম্মান রক্ষার্থে একটি গণমানুষের কবিতা ল্যাখার ইচ্ছা আমার অনেকদিনের ৷ আজ সেই ইচ্ছা পূরণ করলাম ৷ দেখুন তো ঠিকঠাক গণমানুষের কবিতা হলো কিনা! ]
মুক্তি চাই
মুক্তি চাই
মুক্তি নাই!
কোথায় যাই
কোথায় পাই
মুক্তিরে ভাই?
হেই দুনিয়ার মজদুর ভাইসব
করি দাবি আদায়ের কলরব ৷
শত্রু মোদের সাম্রাজ্যবাদ
আরও শত্রু পুঁজিবাদ
এবার ওরা নিপাত যাক
নিপাত যাক, নিপাত যাক ৷ ৷
শত্রু মোদের মার্কিন
আসবে এবার শুভদিন;
আমাদেরই পতাকাতলে
দলে দলে যোগদিন ৷
যোগ দিলে মোদের দলে
সুবিধা পাবেন তলে তলে ৷ ৷
সংশোধনবাদ নিপাত যাক
নতুন দিনের আশাবাদ ৷
কিন্তু ভাইলোগ, হতাশ হবেন না; তাদের এই বক্তব্যকে ভুল প্রমান করার লক্ষ্যে এবং তাদের সম্মান রক্ষার্থে একটি গণমানুষের কবিতা ল্যাখার ইচ্ছা আমার অনেকদিনের ৷ আজ সেই ইচ্ছা পূরণ করলাম ৷ দেখুন তো ঠিকঠাক গণমানুষের কবিতা হলো কিনা! ]
মুক্তি চাই
মুক্তি চাই
মুক্তি নাই!
কোথায় যাই
কোথায় পাই
মুক্তিরে ভাই?
হেই দুনিয়ার মজদুর ভাইসব
করি দাবি আদায়ের কলরব ৷
শত্রু মোদের সাম্রাজ্যবাদ
আরও শত্রু পুঁজিবাদ
এবার ওরা নিপাত যাক
নিপাত যাক, নিপাত যাক ৷ ৷
শত্রু মোদের মার্কিন
আসবে এবার শুভদিন;
আমাদেরই পতাকাতলে
দলে দলে যোগদিন ৷
যোগ দিলে মোদের দলে
সুবিধা পাবেন তলে তলে ৷ ৷
সংশোধনবাদ নিপাত যাক
নতুন দিনের আশাবাদ ৷
0 comments: