তুমি ডাকলে না, এলেও না
নীরবে, নিঃসঙ্গ চলে যাই
শূন্য টেবিলের কাছে গিয়ে বসি
গল্প করি, রৌদ্র বিষয়ক
চা দোকানীর সাথে
জানো? বিক্রেতার কাছে
সকলি সমান, সমমুনাফার
তুমি ডাকলে না, এলেও না
বসে রইলে সোনালী মেঘের মতো।
তুমি যদি জানতে, একেকটা দিন
কতো কতো ঘন্টাধ্বনি ডাকে তোমার
নিকটে; আর তুমি হও
উল্টোমুখি চুম্বকের মতো,
দূরবর্তী হতে থাকো
উল্টোমুদ্রায়
প্রকাশতথ্য: চৈতন্য । ২০১৪
নীরবে, নিঃসঙ্গ চলে যাই
শূন্য টেবিলের কাছে গিয়ে বসি
গল্প করি, রৌদ্র বিষয়ক
চা দোকানীর সাথে
জানো? বিক্রেতার কাছে
সকলি সমান, সমমুনাফার
তুমি ডাকলে না, এলেও না
বসে রইলে সোনালী মেঘের মতো।
তুমি যদি জানতে, একেকটা দিন
কতো কতো ঘন্টাধ্বনি ডাকে তোমার
নিকটে; আর তুমি হও
উল্টোমুখি চুম্বকের মতো,
দূরবর্তী হতে থাকো
উল্টোমুদ্রায়
প্রকাশতথ্য: চৈতন্য । ২০১৪
0 comments: