জন্ম থেকে এক এক করে সবগুলো
ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে চোখের সামনে।
দিনহিসেবের বাহ্যিক বিবরণও বদলে যাচ্ছে খানিকটা
পানাভর্তি পুকুরের পারজুড়ে থকথকে কাদার মতো
বিশ্রী স্তুপ হয়ে আছে তোমার কমিটমেন্ট।
সেই কবে থেকে শরীর মেলে অপেক্ষা করছি
রোদ পোহাচ্ছে নাবালক যন্ত্রণা।
সবকিছু অস্থির লাগছে। তার থেকে
তুমি ছুঁয়ে দাও; এক এক করে
ভেঙে পড়ুক সমস্ত কাঠামো; চিরস্থায়ী অন্ধকারে
প্রকাশতথ্য: জঙশন । ফেব্রুয়ারি ২০১৪
ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে চোখের সামনে।
দিনহিসেবের বাহ্যিক বিবরণও বদলে যাচ্ছে খানিকটা
পানাভর্তি পুকুরের পারজুড়ে থকথকে কাদার মতো
বিশ্রী স্তুপ হয়ে আছে তোমার কমিটমেন্ট।
সেই কবে থেকে শরীর মেলে অপেক্ষা করছি
রোদ পোহাচ্ছে নাবালক যন্ত্রণা।
সবকিছু অস্থির লাগছে। তার থেকে
তুমি ছুঁয়ে দাও; এক এক করে
ভেঙে পড়ুক সমস্ত কাঠামো; চিরস্থায়ী অন্ধকারে
প্রকাশতথ্য: জঙশন । ফেব্রুয়ারি ২০১৪
0 comments: