আগুন হতে জন্ম নেয়া কাগজের বাঘ
আমি তারে করেছি রচনা;
রচনামাঝে সে লাফায় তবুও,
উদভ্রান্ত আগন্তুক অবাক বিষ্ময়ে
কেবলি তাকিয়ে থাকে
বাঘের প্রতি
বাঘ, বাঘ, আবার বাঘ;
আমা দ্বারা রচিত
কাগজের বাঘ।
লড়াইঅম হৃৎপিন্ড লয়ে তারে
দেখেছে কিছুজন বাজারে, চলিতে-ফিরিতে।
কে জানে তাহার হৃদয়ের ডাক, অথবা
শোনা কি যায়?
বালকেরা তবু নেংটিঅলা
0 comments: